পুঞ্জিত ক্ষয় কাকে বলে?
অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর আবহবিকার প্রাপ্ত চূর্ণবিচূর্ণ শিলারাশি ধীর গতিতে ভূমির ঢাল বরাবর উপর থেকে নিচে নেমে আসার প্রক্রিয়াকে পুঞ্জিত ক্ষয় বলে।
শেয়ার
সেভ
শুনুন
পুঞ্জিত ক্ষয় কাকে বলে?
4
পুঞ্জিত ক্ষয় কাকে বলে?
asked
শিক্ষক
4 answers
2915
অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর আবহবিকার প্রাপ্ত চূর্ণবিচূর্ণ শিলারাশি ধীর গতিতে ভূ…
Answer Link
answered
শিক্ষক
আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন বায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতির দ্বারা শিলার বিকার বা চরিত্র গত পরিবর্তনের ঘটনাকে আবহবিকার বলা হয়।
অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর আবহবিকার প্রাপ্ত শিলা ধীরগতিতে উপর থেকে নিচের দিকে নেমে আসার ঘটনাকে পুঞ্জিত ক্ষয় বলে।
আবহবিকার অত্যন্ত ধীর গতিতে ঘটে থাকে।
পুঞ্জিত ক্ষয় তুলনামূলক দ্রুত উভয় গতিতে ঘটে থাকে।
উদাহরণ : ভারতের হিমালয় পার্বত্য অঞলে পুঞ্জিত ক্ষয় প্রচুর পরিমাণে সংঘটিত হয়।