প্রশ্ন ও উত্তর লিখে মাসে ২ থেকে ৩ হাজার টাকা ইনকাম করুন
Ask 3schools আপনাকে দিচ্ছে প্রশ্ন ও উত্তর লিখে ইনকাম করার সুযোগ!
আপনাকে কীভাবে কাজ করতে হবে?
[১] প্রথমে আমাদের কন্টেন্ট লেখার পেজটি ভিজিট করুন। Click Here
[২] "Enter the question" ইনপুট বক্সটিতে আপনার প্রশ্নটি শুদ্ধ বানান সহ লিখুন। Ask 3schools এ আপনার প্রশ্নটি ইতিমধ্যেই থাকলে আপনাকে দেখানো হবে। দয়াকরে তাহলে সেই প্রশ্নটি লিখবেন না।
[৩] "Enter the answer" বক্সটিতে আপনার প্রশ্নের উত্তরটি শুদ্ধ বানান সহ পূর্ণ বাক্যে লিখুন। (উত্তরটি ৪ থেকে ৫ লাইন লিখুন) (বোল্ড, সাব-হেডিং করতে পারেন)
[৪] "Select categories" থেকে প্রশ্নটির সম্পর্কিত লেবেল গুলি (tag) সিলেক্ট করুন। (minimum ২ টি)
[৫] তারপর, "Add" বাটনটি ক্লিক করলেই আপনার প্রশ্নটি যুক্ত হয়ে যাবে।
এইভাবে আপনি যতগুলো ইচ্ছা প্রশ্ন যুক্ত করতে পারেন। আপনি কতগুলো প্রশ্ন যুক্ত করেছেন সেটিও এইখানে দেখানো হবে। চাইলে যুক্ত করা প্রশ্ন বা উত্তরগুলো পরিবর্তন (edit) করতে পারেন।
বর্তমানে আপনাকে প্রতিটি প্রশ্ন ও উত্তরের জন্য ২০ (₹) পয়সা করে দেওয়া হবে।
১০০ টি প্রশ্ন ও উত্তর = ২০ টাকা
২০০ টি প্রশ্ন ও উত্তর = ৪০ টাকা
যখন আপনার ২০০ টি প্রশ্ন ও উত্তর যুক্ত করা হয়ে যাবে তখন "Save" এবং "Backup" বাটনে ক্লিক করে ফাইল দুটি ডাউনলোড করে নিন এবং আমাদেরকে ask3schools@gmail.com এই ইমেইলে ফাইলটি পাঠিয়ে দিন। এইবার "Reset" বাটনটি ক্লিক করে সমস্ত যুক্ত করা প্রশ্ন ও উত্তরগুলি ডিলিট করে দিন এবং আবার প্রথম থেকে লেখা শুরু করুন।
দুই দিনের মধ্যেই আপনার দেওয়া পেমেন্ট মেথডে আমরা আপনাকে পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করব।
কী কী মনে রাখতে হবে?
[১] শিক্ষামূলক বিষয়ে আপনি যেকোন প্রশ্ন ও উত্তর করতে পারেন কিন্তু Ask 3schools এ ইতিমধ্যেই আছে এমন প্রশ্ন করতে পারবেন না।
[২] প্রশ্ন ও উত্তরের বানান সঠিক হতে হবে এবং প্রশ্নের উত্তরটি ৪ থেকে ৫ লাইনের বেশি বড়ো হতে হবে।
[৩] হুবহু কোনো ওয়েবপেজ বা বই থেকে কপি করা যাবে না।
[৪] দুই থেকে তিন দিনের মধ্যে অন্তত একবার প্রশ্ন ও উত্তর লিখে আমাদেরকে পাঠাতে হবে। (১ বা ২ সপ্তাহ পর পর পাঠানো যাবে না)
আবেদন করুন - আপনি যদি আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক থাকেন তাহলে এই Form টি পূরণ করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের পক্ষথেকে আপনাকে একটি ইমেইল পাঠানো হবে এবং তারপর থেকেই আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন।