প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কি?
পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের চারপাশে রয়েছে। মেঘলা শব্দের অর্থ হল কোমর বন্ধনে প্রায় ৫০০ টি সক্রিয় আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বন্ধনের মতো বেষ্টন করে আছে। একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে।
এটি দক্ষিণ আমেরিকার হওয়ার অন্তরীপ থেকে শুরু করে আন্দিজ পর্বত ও রকি পর্বতমালার মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে পশ্চিমে অ্যালুসিয়ান, কাম চটকা, জাপান হয়ে দক্ষিণে ফিলিপাইন, ইন্দোনেশিয়া নিউজিল্যান্ড প্রভৃতি দ্বীপপুঞ্জের বিস্তৃত। এর মধ্যে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো হাওয়াই দ্বীপের মৌনালোয়া।