আহ্নিক গতি কাকে বলে?
নিজের অক্ষের চারদিকে পৃথিবীর একবার সম্পূর্ণ আবর্তন করতে প্রায় 24 ঘন্টা বা এক অহ্ন (দিন) সময় লাগে বলে পৃথিবীর আবর্তন গতিকে আহ্নিক গতি বলা হয়।
আহ্নিক গতি হল সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন গতি। পৃথিবীর নিজস্ব অক্ষের চারপাশে 24 ঘন্টায় একবার ঘুরে আসে। আহ্নিক গতির ফলে দিন ও রাতের সৃষ্টি হয়।
বার্ষিক গতি হল সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ গতি। পৃথিবী সূর্যের চারপাশে 365 দিন 6 ঘন্টায় একবার ঘুরে আসে। বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়।
আহ্নিক গতি ও বার্ষিক গতির পার্থক্য
আহ্নিক গতি | বার্ষিক গতি |
পৃথিবী নিজস্ব অক্ষের চারপাশে ঘোরে | পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে |
ঘূর্ণনের সময়কাল 24 ঘন্টা | কক্ষপথের সময়কাল 365 দিন 6 ঘন্টা |
ফলাফল: দিন ও রাতের সৃষ্টি | ফলাফল: ঋতু পরিবর্তন |
শেয়ার
সেভ
শুনুন
আহ্নিক গতি কাকে বলে?
2
আহ্নিক গতি কাকে বলে?
asked
শিক্ষক
2 answers
2915
নিজের অক্ষের চারদিকে পৃথিবীর একবার সম্পূর্ণ আবর্তন করতে প্রায় 24 ঘন্টা বা এক অহ্ন (দিন) …
Answer Link
answered
শিক্ষক
পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। পৃথিবীর এই আবর্তনকে আহ্নিক গতি বা দৈনিক গতি বলা হয়। নিজ অক্ষে একবার ঘুরতে পৃথিবীর মোট ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। এই সময়কে সৌরদিন বলা হয়ে থাকে।
উত্তর:- পৃথিবী একটি নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরতে ঘুরতে নিজের কক্ষপথ ধরে সূর্যের চারিদিকে আবর্তন করছে। এইভাবে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘণ্টা 56 মিনিট 54 সেকেন্ড। এই গতিকে পৃথিবীর বার্ষিক গতি বলা হয়।