দশমিক ভগ্নাংশ কাকে বলে? কয় প্রকার ও কী কী?
যে ভগ্নাংশ গুলোকে দশমিক(.) চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, তাদেরকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন :- ৫০/৩০ = ১.৬ ।
দশমিক ভগ্নাংশ কয় প্রকার ও কী কী?
দশমিক ভগ্নাংশ দুই প্রকার : [১] সসীম দশমিক ভগ্নাংশ, [২] অসীম দশমিক ভগ্নাংশ।
[১] সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? উদাহরণ দাও।
যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান পাশে সসীম সংখ্যক অংক থাকে, তাদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন :- ৫/৪ = ১.২ ।
[২] অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? উদাহরণ দাও।
যেসব দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো পুনরাবৃত্তি ঘটে, তাদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমন :- ২০/৬ = ৩.৩৩৩৩৩।
আরও পড়ুন - ভগ্নাংশ কাকে বলে? কয় প্রকার ও কী কী?
যখন আপনি 1/25 কে দশমিকে রূপান্তর করেন, 0.04 আপনার উত্তর।
একটি শতাংশকে ভগ্নাংশে পরিবর্তন করতে, শতাংশকে 100 এর উপরে রাখুন (% চিহ্নটি সরানোর পরে) এবং প্রয়োজনে সরলীকরণ করুন । উদাহরণস্বরূপ, 17%কে ভগ্নাংশে রূপান্তর করতে, 100-এর উপরে 17 রাখুন, এইভাবে: 17/100।
ভগ্নাংশগুলি p/q আকারে লেখা হয়। অন্যদিকে, দশমিক সংখ্যা 0.5 আকারে।