পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায়?
নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি।
নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ প্রায় 1,670 কিলোমিটার প্রতি ঘণ্টা। মেরুতে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম। মেরুতে পৃথিবীর আবর্তন বেগ প্রায় 0 কিলোমিটার প্রতি ঘণ্টা।
নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ বেশি কেন?
পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। নিরক্ষরেখায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি। তাই, নিরক্ষরেখায় একই সময়ের মধ্যে পৃথিবীর পৃষ্ঠকে অতিক্রম করতে বেশি দূরত্ব অতিক্রম করতে হয়। ফলে, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয়।
মেরুতে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম। তাই, মেরুতে একই সময়ের মধ্যে পৃথিবীর পৃষ্ঠকে অতিক্রম করতে কম দূরত্ব অতিক্রম করতে হয়। ফলে, মেরুতে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম হয়।
উত্তর:- উত্তর ও দক্ষিণ মেরুতে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম।
নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ ১৭০০ কি.মি./ঘন্টা।