অক্ষরেখা কাকে বলে? এদের বৈশিষ্ট্য লেখ।
নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা গুলিকে অক্ষরেখা বলে।
অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হল :-
[1] অক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেস্টন করে আছে।
[2] প্রতিটি অক্ষরেখা এক একটি পূর্ণবৃত্ত এবং পরস্পরের সমান্তরাল।
[3] অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি বলে, একে মহাবৃত্ত বলা হয়।
[4] প্রতিটি অক্ষরেখার পরিধি সমান নয়। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে এগুলি ক্রমশ ছোট হয়ে থাকে।
শেয়ার
সেভ
শুনুন
অক্ষরেখা কাকে বলে? এদের বৈশিষ্ট্য লেখ।
2
অক্ষরেখা কাকে বলে? এদের বৈশিষ্ট্য লেখ।
asked
শিক্ষক
2 answers
2915
নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা গুলিকে অক্ষরেখা বলে। অক্ষরেখার…
Answer Link
answered
শিক্ষক