Alphabet কাকে বলে কত প্রকার ও কি কি?
ইংরেজি ভাষার এই এক একটি অক্ষর কে বর্ণ বা Letter বলা হয় । ইংরেজিতে A থেকে Z পর্যন্ত মোট 26 টি Letter রয়েছে। এই 26 টি Letter কেই একত্রে বলা হয় Alphabet বা বর্ণমালা।
Alphabet হল একটি নির্দিষ্ট ভাষায় ব্যবহৃত বর্ণ বা অক্ষরগুলির সমষ্টি। Alphabet-এর মাধ্যমেই আমরা শব্দ, বাক্যাংশ, বাক্য এবং লেখার মাধ্যমে আমাদের ভাব প্রকাশ করতে পারি।
Alphabet কত প্রকার ও কি কি?
Alphabet-এর প্রকারভেদ - Alphabet-কে মূলত দুই ভাগে ভাগ করা যায়:
- Vowel
- Consonant
Vowel কাকে বলে?
যেসব বর্ণ বা অক্ষর নিজে থেকে উচ্চারিত হতে পারে, অন্য বর্ণের সাহায্য ছাড়াই তাকে, Vowel বা স্বরবর্ণ বলে। ইংরেজি ভাষায় স্বরবর্ণ মোট পাঁচটি: a, e, i, o, u
Consonant কাকে বলে?
যেসব বর্ণ বা অক্ষর নিজে থেকে উচ্চারিত হতে পারে না, অন্য বর্ণের সাহায্য ছাড়াই তাকে, Consonant বা ব্যঞ্জণবর্ণ বলে। ইংরেজি ভাষায় ব্যঞ্জণবর্ণ মোট ২১টি: b, c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z
মনে রাখবেন - w এবং y হল Semi Vowel