Gender বা লিঙ্গ কাকে বলে? কয় প্রকার ও কী কী? উদাহরণ দাও।
Gender বা লিঙ্গ কী?
[ ] Gender বা লিঙ্গ নির্দেশ করে কোন noun বা pronoun স্ত্রী,পুরুষ, ক্লীব না কী উভয় লিঙ্গ হবে।
Gender বা লিঙ্গ চার প্রকার । ( There are four kinds of Gender.)
যথা :-
- Masculine Gender বা পুং-লিঙ্গ
- Feminine Gender বা স্ত্রীলিঙ্গ
- Common Gender বা উভয় লিঙ্গ
- Neuter Gender বা ক্লীবলিঙ্গ
Masculine Gender বা পুং-লিঙ্গ কাকে বলে?
[ ] যে Noun বা Pronoun এর দ্বারা পুরুষ জাতিকে বোঝানো হয়ে থাকে সেই Noun বা Pronoun কে Masculine Gender বা পুং-লিঙ্গ বলে ।
Ex : Apu, Boy, Son,Uncle ইত্যাদি(etc.) ।
Feminine Gender বা স্ত্রীলিঙ্গ কাকে বলে?
[ ] যে Noun বা Pronoun এর দ্বারা স্ত্রী জাতিকে বোঝানো হয়ে থাকে সেই Noun বা Pronoun কে Feminine Gender বা স্ত্রীলিঙ্গ বলে ।
Ex : Mother (মাতা),Wife (কণ্যা),Tigress (বাঘিনী)
Common Gender বা উভয় লিঙ্গ কাকে বলে?
[ ] যেসব noun বা pronoun এর দ্বারা কোন প্রাণী পুরুষ না কী স্ত্রী যেকোন অবস্থাকেই বোঝায় বা নির্দেশ করতে পারে যেইসব noun বা pronoun কে Common Gender বলে।
উদাহরণ :
Doctor (ডাক্তার),animal (প্রাণী),Baby (শিশু)
Neuter Gender বা ক্লীবলিঙ্গ বলতে কী বোঝ?
[ ] যেসব noun বা pronoun এর দ্বারা জড় বস্তুকে বোঝায় এবং যার কোন পুরুষ বা স্ত্রী অবস্থা হয় না বা নেই যেইসব noun বা pronoun কে Neuter Gender বা ক্লীবলিঙ্গ বলে।
উদাহরণ :
Table (টেবিল)
Book (বই)
House (ঘর)
Gender পরিবর্তন করার নিয়ম ।
Rule -1 :
noun এর শেষে "ess" যুক্ত করে Masculine Gender থেকে Feminine Gender এ পরিবর্তন করা হয় ।
যেমন-Masculine Gender - Feminine Gender
Author - Authoress
Poet - Poetess
Heir - Heiress
Lion - Lioness (etc.)
Rule 2:
এমন কিছু noun আছে যাদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে Masculine Gender থেকে Feminine Gender এ পরিবর্তন করা হয় ।যেমন –
Masculine Gender -Feminine Gender
Father--Mother
Father-in-law -- Mother-in-law
Son-in-law -- Daughter-in-law
Uncle--Aunt
Brother--Sister
Husband-Wife (etc.)
এছাড়াও আরো কিছু Rules আছে।