Number বা বচন বলতে কী বোঝ? কয় প্রকার ও কী কী?
Number বা বচন বলতে কী বোঝ?
[ ] কোনো noun বা pronoun সংখ্যায় এক না একাধিক সেইটাই নির্দেশ করে Number বা বচন।
[ ] অর্থাৎ যে noun বা pronoun দ্বারা সংখ্যা বোঝায় তাকে Number বা বচন বলে।
Number বা বচন কয় প্রকার ও কী কী?
Number বা বচন দুই প্রকার। (There are two kinds of number.)
যথা –
1. Singular number বা একবচন
2. Plural number বা বহুবচন
1. Singular Number বা একবচন কাকে বলে?
[ ] Singular Number বা একবচন বলতে এমন noun বা pronoun-কে বোঝানো হয় যা সংখ্যায় এক।
অর্থাৎ যে noun বা pronoun দ্বারা একটি মাত্র প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে Singular Number বা একবচন বলে।
Example :
Car (গাড়ি)
Zero(শূণ্য)
Monarch(রাজা) etc.
Plural Number বা বহুবচন কাকে বলে?
[ ] Plural Number বা বহুবচন বলতে এমন noun বা pronoun-কে বোঝানো হয় যা সংখ্যায় একাধিক।
অর্থাৎ যে noun বা pronoun দ্বারা একাধিক প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে Plural Number বা বহুবচন বলে।
Example :
Cars (গাড়িগুলো)
Zeroes (শূণ্যসমূহ)
Monarchs (রাজারা) etc.
কোনো noun কে Singular number থেকে Plural Number এ পরিবর্তন করার কিছু নিয়ম-
Rule 1: কোনো noun এর শেষে 's’ যোগ করে Singular Number থেকে Plural Number এ পরিবর্তন করতে হয় -
Example .
Singular Number - Plural Number
Wolf -- Wolves (নেকড়ে)
Army -- Armies (সেনা)
Leaf -- Leaves (পাতা)
Donkey -- Donkeys (গাধা) etc.
Rule 2: কোনো Singular Noun এর শেষে s, ss, sh, ch বা x থাকলে ঐ সব Singular Noun এর শেষে es যোগ করে Plural Noun করতে হয়।
Example .
Singular Noun - Plural Noun
Bush -- Bushes (ঝোপ)
Class -- Classes (ক্লাস/শ্রেণী)
Watch -- Watches (ঘড়ি)
Bus -- Buses (বাস)
Box - Boxes (বাক্স) etc.
Rule 3:
কোনো Singular Noun এর শেষে ch থাকলে এবং এর উচ্চারণ ‘ক’এর মত হলে ঐ সব Singular Noun এর শেষে ‘es’ যোগ না করে শুধু ‘s’ যুক্ত করে Plural Noun করতে হয়।
Ex.
Singular Noun - Plural Noun
Monarch -- Monarchs(রাজা)
Stomach -- Stomachs (পেট) etc.
Rule 4:
কোনো Singular Noun এর শেষের বর্ণটি ‘o’ হলে এবং তার পূর্বের বর্ণটি vowel হলে শুধু ‘s’ যোগ করে plural Noun করতে হয়।
Ex.
Singular Noun - Plural Noun
Bamboo -- Bamboos (বাঁশ)
Radio -- Radios (রেডিও/বেতার)
Studio -- Studios (চিত্রশালা) etc.
Rule 5:
কোনো Singular Noun এর শেষের বর্ণটি ‘o’ হলে এবং তার পূর্বের বর্ণটি consonant হলে ঐ noun এর শেষে ‘es’ যুক্ত করে plural Noun করতে হয়।
Ex.
Singular Noun - Plural Noun
Mango -- Mangoes ( আম)
Zero -- Zeroes (শূন্য)
Hero -- Heroes (হিরো/বীর)
Tomato -- Tomatoes (টমেটো/বিলাতি)
Volcano -- Volcanoes ( আগ্নেয়গিরি) etc.
ব্যতিক্রম/ Exception :
কিন্তু এমন কিছু noun আছে যার শেষের বর্ণটি ‘o’ এবং ‘o’ এর পূর্বে consonant থাকা সত্ত্বেও সেগুলোর শেষে 'es' যুক্ত না করে বরং ‘s’ যোগ করে plural করতে হয়।
Ex.
Singular Noun - Plural Noun
Photo -- Photos (ছবি)
Piano -- Pianos (পিয়ানো) etc.
Rule 6:
কোনো Singular Noun এর শেষের বর্ণটি ‘y’ হলে এবং তার পূর্বের বর্ণটি vowel হলে শুধু ‘s’ যোগ করে plural Noun করতে হয়।
Ex.
Singular Noun - Plural Noun
Play -- plays (খেলা / নাটক/অভিনয়)
Donkey -- Donkeys (গাধা)
Day -- Days (দিন) etc.
Rule 7:
কোনো Singular noun এর শেষের বর্ণটি ‘y’ হলে এবং তার পূর্বের বর্ণটি consonant হলে ‘y’ এর পরিবর্তে ies যুক্ত করে plural noun করতে হয়।
Ex.
Singular Noun - Plural Noun
Army -- Armies (সেনা)
City -- Cities (শহর)
Baby -- Babies (শিশু) etc.
Rule 8:
কোনো Singular Noun এর শেষের বর্ণটি 'F' ,'Ef' বা 'Fe' হলে এদের জায়গায় বা পরিবর্তে ves যুক্ত করে plural Noun করতে হয়।
Ex.
Singular Noun - Plural Noun
Wolf -- Wolves (নেকড়ে)
Leaf -- Leaves (পাতা)
Wife -- Wives (স্ত্রী)
Life -- Lives (জীবন) etc.
Rule 9:
কোনো Singular Noun এর শেষের বর্ণটি 'FF' হলে Singular Noun এর শেষে 's' যুক্ত করে plural Noun করতে হয়।
Ex.
Singular Noun - Plural Noun
Puff -- Puffs (ফুকা/বাতাস ছাড়া)
Cliff -- Cliffs (খাঁড়া বাঁধ) etc.
Rule 10:
এছাড়াও কোনো Singular Noun এর শেষে 'ren' এবং 'en' যুক্ত করে plural Noun করতে হয়।
Ex.
Ox -- Oxen ( সাড় )
Child -- Children ( শিশু )
আরও পড়ুন বাংলা ব্যাকরণ বচন কাকে বলে? কত প্রকার ও কী কী?