একনজরে পশ্চিমবঙ্গইংরেজিবিপরীত শব্দসন্ধি বিচ্ছেদ FaceBookকুইজ খেলুনবিজ্ঞাপন আমাদের অ্যাপ
কুইজে অংশগ্রহণ করে আপনার জ্ঞান বৃদ্ধি করুন।Play Now
Apu
Apu ০৮ জানুয়ারী › #English Grammar

English Grammar : PRESENT TENSE বা বর্তমান কাল



PRESENT TENSE

Present Indefinite Tense

1. Present Indefinite Tense : কোন কাজ বর্তমানে প্রায় বা প্রতিদিন হয় বা চিরন্তন স ত্য ঘটনা বা অভ্যাসবশত কোনো কাজ করা বোঝালে Present Indefinite Tense হয়।

চেনার উপায় :
বাংলা sentence বা বাক্যের verb বা ক্রিয়ার শেষে 'এ' , 'ই', 'উ', 'অ' , 'ও' , 'য়' থাকে বা উচ্চারণ হবে।


সূত্র/Structure: Subject + V1 + Object

NOTE : I এবং You বাদ দিয়ে Subject একটি বোঝালে Verb এর শেষে "s" বা "es" যোগ হয়। Subject একটির বেশি বোঝালে যোগ হয় না।

☆যেসব Verb এর শেষে 'ss' , 'ch', 'sh', 'o' , 'z' , 'x' থাকে সেইসব Verb এর শেষে "es" যোগ করা হয়।

যেমন :
● সে স্কুলে যায়।
=> He goes to school.

Verb হল go । Subject (He) একটি হওয়ার কারণে verb এর সাথে "es" (goes)যোগ করা
হয়েছে। {যেহেতু verb (go) এর শেষে "o" আছে তাই "es" (goes)যোগ করা হয়েছে। যেটা আমি আগেই বলেছি।}

যাওয়া(go) এবং আসার(come) ক্ষেত্রে to বসে। ( we go to the market.)

Ex.

●. তুমি আম পছন্দ করো।
=> You like mango.
●. লোকটি প্রতিদিন খবরের কাগজ পড়েন।
=> The man reads the news paper daily.
●. বরফ হয় ঠান্ডা।
=> Ice is cold.
● . আমার তেষ্টা পেয়েছে।
=> I feel thirsty.
●. রোদে দৌড় না।
=> Don't (Do not) run in the sun.

KNOW MORE : Present Indefinite Tense এর কোনো sentence কে Negative(না-বোধক) করার জন্য দুটি auxiliary verbs ব্যবহার করা হয়। ( কারণ not কোনো main verb এর পরে বসে না । যার জন্য auxiliary verbs এর প্রয়োজন হয়।)
Do এবং does।
I এবং You বাদ দিয়ে Subject একটি বোঝালে "does" বসে। Subject একটির বেশি বোঝালে Do বসে।

যেমন :

● সে স্কুলে যায়। ( হ্যাঁ-বোধক)
=> He goes to school. ( Affirmative)

●. সে স্কুলে যায় না। ( না-বোধক)
=> He does not go to school.( Negative)

Subject একটি তাই does বসেছে, Do নয়।

☆অবশ্য এই নিয়ে ভবিষ্যতে আলোচনা করা হবে।


Present Continuous Tense

2. Present Continuous Tense : কোনো কাজ বর্তমানে চলছে এবং সেই কাজটি এখনো শেষ হয়নি এমনটা বোঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়।


চেনার উপায় :
বাংলা sentence বা বাক্যের verb বা ক্রিয়ার শেষে 'ছে','ছ','ছি, 'চ্ছ' , 'চ্ছে', 'তেছি', 'তেছ' , 'তেছে' , থাকে বা উচ্চারণ হবে।


সূত্র/Structure:
Subject + am/is/are + V1.ing + Object


যেমন :

●. তুমি একটি বই পড়ছ।
=> You are reading a book.

বাংলা sentence ( বাক্য) টির verb হচ্ছে "পড়ছ" অর্থাৎ verb এর শেষে "ছ" আছে। তাই এটি Present Continuous Tense।

You হল subject ।

am/is/are এর মধ্যে are বসেছে কারণ আমি এর আগের article ( auxiliary verbs - ) এ বিস্তারিত 
ভাবে বলেছি।
Read হল verb এবং এর সাথে ing যোগ করা হয়েছে।

A book হল Object।

তাহলে কি এই বাক্যটি(sentence) সূত্র (Subject + am/is/are + V1.ing + Object)মেনে কাজ করছে ?
হ্যাঁ,

আরও কিছু উদাহরণ দেওয়া যাক :

●. ছেলেগুলো খেলছে।
=> The boys are playing.
●. সে স্কুলে যাচ্ছে।
=> He is going to school.




Present Perfect Tense

3. Present Perfect Tense : কোনো কাজ এইমাত্র শেষ হল কিন্তু তার ফল এখনও বর্তমান আছে ( অপ্রকাশিত) , এরূপ বোঝালে Present Perfect Tense হয়।


চেনার উপায় :
বাংলা sentence বা বাক্যের verb বা ক্রিয়ার শেষে য়াছে, য়াছ, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি উচ্চারণ হবে।


সূত্র/Structure:
Subject + has/have + V3 + Object

NOTE : Go = V1 , Went = V2 , Gone = V3


যেমন :
●. তাঁরা রান্না করেছে।
=> They have cooked.

They হল subject ।

has/have এর মধ্যে have বসেছে কারণ আমি এর আগের article ( auxiliary verbs - ) এ বলেছি।

cooked হল V3 ।


আরও কিছু example

●. আমরা বাজারে গিয়েছি।
=> We have gone to the market.
●. আমি এই সিনেমাটি দেখেছি।
=> I have watched this movie.


Present Perfect Continuous Tense

4. Present Perfect Continuous Tense : কোনো কাজ অনেক আগেই শুরু হয়েছে এবং এখনও চলছে এমন বোঝালে Present Perfect Continuous Tense হয়।

চেনার উপায় :
বাংলা sentence বা বাক্যের verb বা ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ইত্যাদির উচ্চারণ হবে।


সূত্র/Structure:
Subject + has/have + been + V1.ing + Object + for/from/since

NOTE : কোনো কাজ কখন শুরু হয়েছে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় বলে দেওয়া থাকলে since হবে। এবং কোনো নির্দিষ্ট সময় বলে দেওয়া না থাকলে for হবে।

যেমন :

●. মেয়েটি তিন ঘন্টা ধরে বই পড়ছে।
=> The girl has been reading the book for three hours.

●. লোকগুলি ছয় ঘণ্টা ধরে মাছ ধরছে।
=> The people have been catching the fish for six hours.



শেয়ার
সেভ
শুনুন
Get AI answer for "English Grammar : PRESENT TENSE বা বর্তমান কাল"
একটি উত্তর লিখুন
banner

লেখালেখি করে মাসে ৪ - ৫ হাজার টাকা ইনকাম করুন।

Ask 3schools এর ব্যবহারকারীদের সাথে আপনার জ্ঞান শেয়ার করুন এবং মাসে ₹৫০০০ পর্যন্ত আয় করার সুযোগ পান। কন্টেন্ট লিখতে চাইলে "কন্টেন্ট লিখুন" এবং প্রশ্ন ও উত্তর লিখতে চাইলে "প্রশ্ন ও উত্তর লিখুন" বাটনটি ক্লিক করে সমস্ত বিষয়গুলো জেনে নিতে পারেন।

কন্টেন্ট লিখুনপ্রশ্ন ও উত্তর লিখুন
back
View All
ask 3schools
কুইজ
প্রশ্ন করুন