
শিক্ষক 2
২৬ জুলাই ›
#কিসের সাহায্যে
›
#মানুষ
রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?
রক্তচাপ মাপার যন্ত্রের নাম হল স্ফিগমোম্যানোমিটার।
শেয়ার
সেভ
শুনুন
রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?
4
রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?
asked
শিক্ষক 2
4 answers
1> ম্যানুয়াল স্ফিগমোম্যানোমিটার
2> ডিজিটাল স্ফিগমোমিটার
বাজারে মোটামুটি ১০০০ টাকা থেকে রক্তচাপ মাপার যন্ত্রের দাম শুরু হয়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মেশিন কিনতেই পারেন।
Amazon বা Flipkart এ সার্চ করুন Blood Pressure Machine
সিস্টোলিক চাপ ওপরে এবং ডায়াস্টোলিক চাপ নিচে লিখে রক্তচাপ প্রকাশ করা হয়। মানুষের ধমনি ও শিরায় রক্তের চাপ সৃষ্টি হয়। এর ফলে যে চাপ অনুভূত হয় তাকে সিস্টোলিক চাপ বলে। যেমন ১২০/৮০ এর একক মি.মি. পারদ (চাপের একটি একক)। আবার হৃৎপিণ্ডের প্রসারণের ফলে যে চাপ অনুভূত হয় তাকে ডায়াস্টোলিক চাপ বলে।
মানুষের শরীরে ৮০/১২০ হলো আদর্শ রক্তচাপ, ৮০/১৩০ হলো সবচেয়ে অনুকূল রক্তচাপ এবং ৮৫/১৪০ হলো সর্বোচ্চ।