দর্পণ কাকে বলে কত প্রকার ও কি কি?
যে মসৃন তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে।
দর্পণ মূলত ২ প্রকার।
যথাঃ
১। সমতল দর্পণ।
২। গোলীয় দর্পণ।
সমতল দর্পণ :- যে দর্পণের পৃষ্ঠতল মসৃণ ও সমতল এবং তাতে
আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে সমতল দর্পণ বলে ।
সমতল দর্পণের ব্যাবহার
:- আয়না একটি সমতল দর্পণ।
সমতল দর্পণের বৈশিষ্ট্য :-
1| দর্পণ থেকে বস্তু ও প্রতিবিম্ব সমান দূরত্বে অবস্থান করে ।
2|
প্রতিবিম্বের আকার প্রতিফলিত বস্তুর আকার এর সমান হয় ।
গোলীয় দর্পণ :- প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ
এবং গোলীয় হয় অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠটি যদি কোনো গোলকের অংশ বিশেষ হয় এবং তাতে
আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে গোলীয় দর্পণ বলে।
গোলীয় দর্পণ আবার দুই প্রকার। যথা:-
১|অবতল দর্পণ :- কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে
কাজ করে অর্থাৎ আলোর প্রতিফলন যদি গোলীয় অবতল পৃষ্ঠ হতে সংঘটিত হয়। তবে সে
দর্পণকে অবতল দর্পণ বলে।
২|উত্তল দর্পণ :- কোনো গোলকের
উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি
গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ হতে সংঘটিত হয়, তবে সে দর্পণকে
উত্তল দর্পণ বলে।
সমান্তরাল আলােক রশ্মি উত্তল দর্পণে প্রতিফলিত হলে মনে হয় যেন একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে, তাই উত্তল দর্পনকে অপসারী দর্পন বলা হয়।