সোনালী চতুর্ভুজ কাকে বলা হয়?
ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিনে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই, এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী চার লেন বিশিষ্ট সড়কপথ হল সোনালী চতুর্ভূজ।
শেয়ার
সেভ
শুনুন
সোনালী চতুর্ভুজ কাকে বলা হয়?
7
সোনালী চতুর্ভুজ কাকে বলা হয়?
asked
শিক্ষক 2
7 answers
2915
ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিনে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই, এই চারটি বৃহৎ মেট…
Answer Link
answered
শিক্ষক 2
1> এই প্রকল্পের ফলে ভারতের গুরুত্বপূর্ণ শহর গুলির মধ্যে অতি দ্রুত পরিবহন সম্ভব হয়েছে।
2> দ্রুত পরিবহনের ফলে কৃষকদের ফসলগুলি শহর ও বন্দরগুলিতে সহজে পাঠানো যায়। ফলে ফসলের পচন ও অপচয় কমানো সম্ভব হয়েছে।
3> শিল্পের প্রসার ও কর্মসংস্থান অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে।
সোনালী চতুর্ভুজ এর ক্ষুদ্রতম বাহু হল চেন্নাই থেকে মুম্বাই। যার দৈর্ঘ্য প্রায় ১২৯০ কিমি।
সোনালী চতুর্ভুজ এর দীর্ঘতম বাহু হল কলকাতা থেকে চেন্নাই। যার দৈর্ঘ্য ১৬৬৮ কিমি।
কৃষি বনসৃজনের উদ্দেশ্য গুলি হল :-
1> বনভূমির পরিমাণ বৃদ্ধি করা।
2> পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা।
3> কৃষকের আয় বৃদ্ধি করা।
দিল্লি থেকে কলকাতা 1453 কিমি।
কলকাতা থেকে চেন্নাই 1668 কিমি।
চেন্নাই থেকে মুম্বাই 1290 কিমি।
মুম্বই থেকে দিল্লি 1419 কিমি।
সোনালী চতুর্ভুজ এর বৃহত্তম বাহুটি হল কলকাতা থেকে চেন্নাই (১৬৮৪ কিমি)।
সোনালী চতুর্ভুজ এর ক্ষুদ্রতম বাহুটি হল চেন্নাই থেকে মুম্বাই (১২৯০ কিমি)।
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTwkJNUIsocK5LlH0ri3BgussaGH3ytYThiig&usqp=CAU