আলোর প্রতিফলন কাকে বলে? কয় প্রকার ও কী কী?
আলোকরশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাপ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়।
Table Of Contents
যে বিভেদ তল থেকে আলো ফিরে আসে তাকে প্রতিফলক তল বা প্রতিফলক পৃষ্ঠ বলে। আর পূর্ববর্তী মাধ্যমে ফিরে আসা আলোকে প্রতিফলিত রশ্মি বলা হয়।
শেয়ার
সেভ
শুনুন
আলোর প্রতিফলন কাকে বলে? কয় প্রকার ও কী কী?
11
আলোর প্রতিফলন কাকে বলে? কয় প্রকার ও কী কী?
asked
Apu
11 answers
2915
আলোকরশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয় তখন দুই মাধ্যমে…
Answer Link
answered
Apu
এক কথায়, যখন কোনো বস্তুতে আলো পড়ে এবং সেই আলো বাধা পেয়ে আবার ফিরে আসে তখন সেই ঘটনাকেই আলোর প্রতিফলন বলা হয়।
আলোর শোষণ কাকে বলে?
কোনো বস্তুতে আলো পড়লে সেই আলো যদি ফিরে না আসে তাহলে তাকে আলোর শোষণ বলা হয়।
কালো রঙের বস্তু সকল আলো শোষণ করে নেয়।
সাদা রঙের বস্তু আলো শোষণ করে না।
আলোর প্রতিসরণ :- আপতিত রশ্মির কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে অন্য পথে চলে যায়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।
আপতন কোণ:- আলো কোনো পৃষ্ঠে আপতিত হলে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলা হয়। সাধারণত একে “i” দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRETqfjpvP6y903-wK9zscTgH3oEP75bOU8Vg&s
প্রতিফলকে বাধা পেয়ে যে রশ্মি আগের মাধ্যমে ফিরে আসে তাকে প্রতিফলিত রশ্মি বলা হয়।
প্রতিফলক তলে বা পৃষ্ঠে কত ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হয় তার উপর নির্ভর করে। আপতন কোণ যত বড় হবে, প্রতিফলিত রশ্মির পরিমাণ তত বেশি হবে।
উত্তর: যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃণ বা সমান্তরাল তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তবে এই ধরনের প্রতিফলনকে আলোর নিয়মিত বা সুষম প্রতিফলন বলা হয়।
২)আলোর অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে?
উত্তর: যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর অসমান্তরাল হয় বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয়, তাহলে এই ধরণের প্রতিফলনকে আলোর অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন বলা হয়।
দুটি আলাদা আলাদা ঘনত্বের মাধ্যমের সংযোগস্থলে যে তল, তাকে ওই মাধ্যম দুটির বিভেদতল বলা হয়।
নিয়মিত বা সুষম প্রতিফলন :- যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল, অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিনত হয়, তবে এই ধরনের প্রতিফলনকে নিয়মিত বা সুষম প্রতিফলন বলে।
অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন :- যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর অসমান্তরাল হয় বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিনত না হয়, তবে এই ধরনের প্রতিফলনকে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন বলে।
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcScl8xinbaALJNUJiuz2lCMATmsMwJm9XpBfw&s
প্রথম সূত্রটি হল : আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে।
দ্বিতীয় সূত্রটি হল : প্রতিফলন কোণ , আপতন কোণের সমান হয়।