কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন?
কৃষি জমিতে চুন ব্যবহারের কারন ও উপকারিতা গুলি নিম্নরূপ :-
[1] চুন মাটিতে অম্লীয়ভাব দূর করে নিরপেক্ষ করে।
[2] মাটিতে উপকারি অণুজীবের সংখা বৃদ্ধি করে।
[3] চুন গাছের নিকট ফসফরাসের সহজলভ্যতা সৃষ্টি করে।
[4] প্রয়োগ করা চুন যদি ডলোমাইড হয়, তাহলে গাছের প্রয়োজনীয় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সরবরাহ করে।
[5] চুন এ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ ও আয়রনের বিষাক্ততা কমায়।
শেয়ার
সেভ
শুনুন
কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন?
1
কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন?
asked
শিক্ষক
1 answers
2915
কৃষি জমিতে চুন ব্যবহারের কারন ও উপকারিতা গুলি নিম্নরূপ :- [1] চুন মাটিতে অম্লীয়ভাব দূর ক…
Answer Link
answered
শিক্ষক
মাটির পিএইচ
পরীক্ষা করে চুনের মাত্রা নির্ণয়
করা উচিৎ।
মাটিতে চুন প্রয়োগের পর চুনের ক্রিয়ায় প্রচুর
তাপ উৎপন্ন হয়, তাই চুন প্রয়োগের দুই-তিন সপ্তাহের পড় বীজ বপন বা চারা রোপণ করা উচিৎ।