শিশির কাকে বলে?
শিশির হল রাতের বেলা কোনো শীতল বস্তুর উপর জলীয় বাষ্প জমা হয়ে সৃষ্ট এক প্রকার বিন্দু।
শেয়ার
সেভ
শুনুন
শিশির কাকে বলে?
5
শিশির কাকে বলে?
asked
শিক্ষক
5 answers
2915
শিশির হল রাতের বেলা কোনো শীতল বস্তুর উপর জলীয় বাষ্প জমা হয়ে সৃষ্ট এক প্রকার বিন্দু।
Answer Link
answered
শিক্ষক
আমরা সবাই জানি, তাপমাত্রা বাড়লে কোন স্থানের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে এবং তাপমাত্রা কমলে সেই স্থানের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে।
গ্রীষ্মকালের তুলনায় শীতকালে তাপমাত্রা কম হয়। শীতকালে সূর্য দিনের বেলায় জলীয় বাষ্প তৈরি করে। কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর তাপমাত্রা কমতে থাকে ফলে ওই স্থানের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায় এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হয়।
শীতকালে শিশির জমে কেন?
শীতকালেই শিশির জমে তা নয়। বছরের যেকোন সময় শিশির জমতে পারে। শীতকালে, রাতের বেলা তাপমাত্রা বছরের অন্য সময়ের তুলনায় কম হয়।
লেগে থাকে।
যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প তরলে পরিনত হয় , সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলা হয়।
দিনের বেলা তাপমাত্রা বেশি হওয়ায় সূর্য ☀️ বিভিন্ন নদী, হ্রদ থেকে জল বাষ্পীভূত করে জলীয় বাষ্পে পরিনত করে। এই জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূপৃষ্ঠের কিছুটা উপরে ভাসমান অবস্থায় থাকে, একে কুয়াশা বলা হয়।