বৃত্ত কাকে বলে? - সংজ্ঞা, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, চাপ, ক্ষেত্রফল
Table Of Contents
বৃত্তের সংজ্ঞাঃ একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দূসমূহ দ্বারা গঠিত সুষম, আবদ্ধ, বক্রাকার চিত্রকে বৃত্ত বলে।
ব্যাখ্যাঃ সাধারণ ভাবে বৃত্ত বলতে যে চিত্র আমাদের মনে আসে তা হল একটি বক্র রেখা দ্বারা আবদ্ধ একটি গোলাকার ক্ষেত্র।
জ্যামিতির কোন পাঠ্যপুস্তকে বৃত্তের যে ছবি আমরা পাই তাতে বৃত্তের মধ্যে একটি বিন্দু বৃত্তের কেন্দ্র হিসাবে চিহ্ণিত থাকে। উপরের সংজ্ঞায় একই সমতলে অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুর কথা বলা হয়েছে তা হল বৃত্তের এই কেন্দ্র।
বক্রাকার রেখাটি বৃত্তের পরিধি। এই পরিধির যে কোন বিন্দু থেকে বৃত্তের ওই কেন্দ্রের দূরত্ব সর্বদা সমান হয়। যদি তা না হয় তবে বৃত্তের মত দেখালেও চিত্রটি বৃত্ত হবে না।
সংজ্ঞায় সমদূরবর্তী যে বিন্দুসমূহের কথা বলা হয়েছে সেটি আসলে অসংখ্য পরস্পর সংলগ্ন বিন্দুর দ্বারা গঠিত সেই বক্র রেখা যা আবদ্ধ ক্ষেত্রটিকে বৃত্তের আকার দান করেছে।
সুতরাং প্রদত্ত সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি যে গোলাকার বক্ররেখা দ্বারা আবদ্ধ কোন সামতলিক ক্ষেত্র তখনই বৃত্ত হবে যদি তার একটি নির্দিষ্ট কেন্দ্র থাকে যেখান থেকে তার পরিধির যে কোন বিন্দুর দূরত্ব সর্বদা সমান।
বৃত্তের পরিধি কাকে বলে?
সংজ্ঞাঃ বৃত্তের সীমা নির্দিষ্টকারী যে বক্ররেখার যে কোন বিন্দু বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সেই বক্ররেখাকে বৃত্তের পরিধি বলে।
বৃত্তের কেন্দ্র বলতে কী বোঝ?
সংজ্ঞাঃ বৃত্তের মধ্যে অবস্থিত যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোন বিন্দুর দূরত্ব সর্বদা সমান সেই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে।
বৃত্তচাপ কাকে বলে?
বৃত্তচাপের সংজ্ঞাঃ বৃত্তের পরিধির যে কোন দুটি বিন্দুর মধ্যবর্তী অংশ কে বৃত্তচাপ বলে।
অর্ধ বৃত্তচাপ কী?
সংজ্ঞাঃ বৃত্তচাপ দৈর্ঘ্যে পরিধির অর্ধেক হলে তাকে অর্ধ বৃত্তচাপ বলে।
বৃত্তের ব্যাসার্ধ বলতে কী বোঝ?
ব্যাসার্ধের সংজ্ঞাঃ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর অবস্থিত যে কোন বিন্দুর দূরত্ব কে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। বৃত্তে ব্যাসার্ধের সংখ্যা অসংখ্য হলেও তাদের দৈর্ঘ সর্বদা সমান হয়।
বৃত্তের ব্যাস কাকে বলে?
ব্যাসের সংজ্ঞাঃ বৃত্তের কেন্দ্র ভেদকারী যে সরলরেখা পরিধির পরস্পর বিপরীত প্রান্তবিদুকে স্পর্শ করে তাকে বৃত্তের ব্যাস বলে। বৃত্তে ব্যাসের সংখ্যা অসংখ্য হতে পারে।
বৃত্তের জ্যা বলতে কী বোঝ?
সংজ্ঞাঃ বৃত্তের পরিধির যে কোন দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে বৃত্তের জ্যা বলা হয়।
বৃত্তকলা কাকে বলে?
সংজ্ঞাঃ দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ দ্বারা বৃত্তের কোন অংশ সীমাবদ্ধ বা চিহ্ণিত হলে ওই অংশকে বৃত্তকলা বলে।
বৃত্তের ক্ষেত্রফল বলতে কী বোঝ?
সংজ্ঞাঃ বৃত্ত দ্বারা সীমাবদ্ধ মোট ক্ষেত্রকে বৃত্তের ক্ষেত্রফল বলে। এর মান নির্ণয় করা হয় বৃত্তের ব্যাসার্ধের বর্গকে π দ্বারা গুণ করে। এই π একটি ধ্রুবক যার নির্দিষ্ট মান ২২/৭ ধরা হয়।
উত্তর:- একটি আবদ্ধ বক্ররেখা, যার প্রতিটি বিন্দু ভেতরের একটি বিন্দু থেকে সমান দূরে, তাকেই বৃত্ত বলে।
কোনো বৃত্তের সকল ব্যাস সমান এবং ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা।
একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলা হয়।