একনজরে পশ্চিমবঙ্গইংরেজিবিপরীত শব্দসন্ধি বিচ্ছেদ FaceBookকুইজ খেলুনবিজ্ঞাপন আমাদের অ্যাপ
কুইজে অংশগ্রহণ করে আপনার জ্ঞান বৃদ্ধি করুন।Play Now
শিক্ষক 2
শিক্ষক 2 ২৪ জুন › #ক্লাস 10 #ক্লাস 11
Follow Us  

বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা class 4, 5, 6, 7, 8, 9, 10

ভূমিকাঃ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে। এই বিষয়টি পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের মূল কারণ। এর ফলে সারা পৃথিবী এক ভয়ংকর বিপদের সন্মুখীন হয়েছে। যে সব কারণে পৃথিবীর তাপমাত্রার বৃদ্ধি ঘটছে সেগুলিকে দু-ভাগে ভাগ করা হয়, প্রাকৃতিক কারণ এবং মনুষ্যসৃষ্ট কারণ। এর মধ্যে মনুষ্যসৃষ্ট কারণগুলি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে এবং তা করা না গেলে বিপদ ক্রমশঃ বাড়বে এ বিষয়ে কোন সন্দেহ নেই।

বিশ্ব উষ্ণায়নের প্রাকৃতিক কারণঃ

কয়েক শতাব্দী ধরে জলবায়ু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের একটি প্রাকৃতিক কারণ হল গ্রীনহাউস গ্যাস। গ্রীন হাউস হল কার্বন মনোক্সাইড এবং সালফার-ডাই-অক্সাইড। এগুলি সৌর রশ্মিকে আটকে রাখে এবং তাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে পালাতে বাধা দেয়।

এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বিশ্ব উষ্ণায়নের আর একটি  কারণ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড এবং ছাই ছেড়ে দিতে পারে। বর্ধিত কার্বন ডাই অক্সাইড পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে।

এছাড়াও, মিথেন গ্যাস বিশ্ব উষ্ণায়নের আরেকটি সহায়ক। মিথেনও একটি গ্রিনহাউস গ্যাস। মিথেন কার্বন ডাই অক্সাইডের চেয়ে বায়ুমণ্ডলে তাপ আটকাতে বিশ গুণ বেশি কার্যকর। সাধারণত, পশুর বর্জ্য, ল্যান্ডফিল, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য অনেক জায়গা থেকে মিথেন গ্যাস নির্গত হয়।

বিশ্ব উষ্ণায়নের মনুষ্যসৃষ্ট কারণঃ

অতীতের তুলনায় বর্তমানে মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন ঘটেছে। কল কারখানার সংখ্যা, যান বাহনের সংখ্যা এখন অনেক বেড়েছে। ক্রমাগত জীবাশ্ম জ্বালানীর দহন, খনির খনন কাজ, বন ধ্বংস করা প্রভৃতির কারণে বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর গ্যাসের পরিমাণ যেমন বাড়ছে অন্যদিকে গাছ বা বনভূমি কমে যাওয়ায় অক্সিজেনের উৎস হ্রাস পাচ্ছে।

এর ফলে ভূ-পৃষ্ঠের উত্তাপ বাড়ছে এবং বিশ্ব ক্রমশ; উষ্ণ হয়ে পড়ছে। বাড়ছে হিমবাহের গলন, তাপপ্রবাহ এবং দাবানলের সংখ্যা। খনন কাজের ফলে মাটির নীচে থাকা মিথেন গ্যাস বাইরে বেরিয়ে এসে বিপত্তি ঘটাচ্ছে। গবাদি পশু পালনের কারণেও মিথেন গ্যাস বাড়ে। যান বাহন এবং অন্যান্য কারণে বাতাসে কার্বন মনোক্সাইড বাড়ে। ফলে মানুষের দ্বারা যে বায়ুমন্ডল বিপজ্জনক ভাবে দূষিত হচ্ছে সে বিষয়ে কোন সন্দেহ নেই।

বিশ্ব উষ্ণায়নের প্রভাবঃ

বিজ্ঞানীদের আশংকা পৃথিবীর বায়ুমণ্ডলের আকস্মিক উষ্ণতা বৃদ্ধির ফলে মধ্য আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং আমেরিকা মহাদেশের বেশ কিছু অঞ্চলে দুর্ভিক্ষের সম্ভাবনা আছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ২০৫০ খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ১,১০০ প্রজাতির প্রাণীর চিরতরে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বর্তমান শতাব্দী শেষ হওয়ার আগেই বিশ্বের ৭০% পানীয় জলের উৎস কোন তুষার হিমবাহই আর অবশিষ্ট থাকবে না।

শুধু তাই নয়, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মেরু প্রদেশের বরফ গলার ফলে বাংলাদেশ, নেদারল্যান্ড, ইন্দোনেশিয়া এবং গোটা সুন্দরবন-সহ ভারতের বেশ কিছু সমুদ্রোপকূল অঞ্চল এবং সম্পূর্ণ মালদ্বীপ সমুদ্রের জলের তলায় চলে যাবে। যার ফলে উদ্বাস্তু হবে পৃথিবীর ১০০ কোটি মানুষ।

বিশ্ব উষ্ণায়ন ও তার প্রভাব বাংলা প্রবন্ধ রচনা

প্রতিকারের উপায়ঃ

কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের অতিরিক্ত জোগান কমবে। প্রচলিত বা অচিরাচরিত শক্তি, যেমন— সৌরশক্তি, বাতশক্তি, জোয়ারভাটার শক্তি, ভূতাপীয় শক্তির ব্যবহার বাড়াতে হবে। ক্লোরোফ্লুরোকার্বনের উৎপাদন ও ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনা ও বনভূমিকে রক্ষা করার জন্য কাঠের পরিবর্ত দ্রব্য (substitute)-গুলিকে জনপ্রিয় করা প্রয়োজন। নতুন করে গাছ লাগিয়ে বনসৃজন করতে হবে। কারণ গাছপালা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। বাতাসে গ্রীনহাউস গ্যাসের জোগান কমানোর উদ্দেশ্য গবেষণা চালিয়ে যেতে হবে। জনগণকে গ্রিনহাউস প্রভাব ও উষ্ণায়নের কুফল সম্বন্ধে সচেতন করতে হবে।

উপসংহারঃ  এই উষ্ণায়ন নিয়ে বিজ্ঞানীরা বিশেষ চিন্তিত। নানারকম ভাবনাচিন্তা করে বিজ্ঞানীরা পৃথিরীকে এই সংকট থেকে বাঁচাতে কয়েকটি ব্যবস্থা গ্রহণের জন্য দেশে দেশে প্রস্তাব পাঠিয়েছেন। ১৯৯২ খ্রিস্টাব্দে বসুন্ধরা’ সম্মেলনে তা গৃহীতও হয়েছে। গাছপালা লাগিয়ে গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণে আনতে হবে। কার্বন ডাই অক্সাইড, মিথেন, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি যাতে বাতাস দূষিত করতে না-পারে, তা দেখতে হবে। এইভাবে সংযত হতে পারলে, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিকে অনেকাংশে রোধ করা যাবে। এ ছাড়া বিশ্ব সংকটের হাত থেকে আমাদের রেহাই নেই।

শেয়ার
সেভ
শুনুন
Get AI answer for "বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা class 4, 5, 6, 7, 8, 9, 10"
Generate Answer
একটি উত্তর লিখুন
banner

লেখালেখি করে মাসে ৪ - ৫ হাজার টাকা ইনকাম করুন।

Ask 3schools এর ব্যবহারকারীদের সাথে আপনার জ্ঞান শেয়ার করুন এবং মাসে ₹৫০০০ পর্যন্ত আয় করার সুযোগ পান। কন্টেন্ট লিখতে চাইলে "কন্টেন্ট লিখুন" এবং প্রশ্ন ও উত্তর লিখতে চাইলে "প্রশ্ন ও উত্তর লিখুন" বাটনটি ক্লিক করে সমস্ত বিষয়গুলো জেনে নিতে পারেন।

কন্টেন্ট লিখুনপ্রশ্ন ও উত্তর লিখুন
back
View All
ask 3schools
কুইজ
প্রশ্ন করুন