মাটি কাকে বলে? কত প্রকার ও কি কি?
ভু-ত্বকের ওপরের স্তরে অবস্থিত এবং সূক্ষ্ম শিলাখণ্ড দিয়ে গঠিত নরম ও শিথিল স্তরভাগকে মৃত্তিকা বা মাটি বলা হয়।
মাটি কয় প্রকার ও কী কী?
মাটি সাধারনত ৩ প্রকার।
যথাঃ এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি।
এঁটেল মাটি | যে মাটিতে বালি অপেক্ষা পলি ও কাদার ভাগ বেশি থাকে তাকে এটেল মাটি বলা হয়। |
বেলে মাটি | যে মাটিতে পলি ও কাদা অপেক্ষা বালির পরিমান বেশি থাকে তাকে বেলে মাটি বলে। |
দোআঁশ মাটি | যে মাটিতে ৪০% বালি , ২০% কাদা ও ৪০% পলি যুক্ত থাকে তাকে দোআঁশ মাটি বলে। |
|

এটেল মাটি কাকে বলে? বৈশিষ্ট্য লেখ।
যে মাটিতে বালি অপেক্ষা পলি ও কাদার ভাগ বেশি থাকে তাকে এটেল মাটি বলা হয়।
এঁটেল মাটির বৈশিষ্ট্য :-
১.এটেল মাটিতে বালি অপেক্ষা পলি ও কাদার ভাগ বেশি।
২.এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি।
৩. এই মাটিতে ভালভাবে বায়ু চলাচল করতে পারেনা।
বেলে মাটি কাকে বলে? বৈশিষ্ট্য লেখ।
যে মাটিতে পলি ও কাদা অপেক্ষা বালির পরিমান বেশি থাকে তাকে বেলে মাটি বলে।
বেলে মাটির বৈশিষ্ট্য :-
১.বেলে মাটিতে বালির পরিমাণ বেশি।
২.এই মাটির জল ধারন ক্ষমতা কম।
৩.বেলে মাটিতে তরমুজ, চীনাবাদাম, মিষ্টি আলু ইত্যাদি ভাল জন্মায়।
দোআঁশ মাটি কাকে বলে? বৈশিষ্ট্য লেখ।
যে মাটিতে ৪০% বালি , ২০% কাদা ও ৪০% পলি যুক্ত থাকে তাকে দোআঁশ মাটি বলে।
দোআঁশ মাটি বৈশিষ্ট্য :-
১.দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদার পরিমান সমান থাকে।
২.এই মাটির জল ধারন ক্ষমতা মাঝারী।
৩.চাষের জন্য দোআঁশ মাটি উপযুক্ত। এই মাটিতে ধান, পাট, গম, আলু ইত্যাদি চাষ করা
হয়।
|
|
পরিবেশ বলতে কী বোঝ? পরিবেশের গুরুত্ব লেখ। | বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? এর কারণ, ফলাফল |
এটেল মাটি কাকে বলে? বৈশিষ্ট্য লেখ।
যে মাটিতে বালি অপেক্ষা পলি ও কাদার ভাগ বেশি থাকে তাকে এটেল মাটি বলা হয়।
এঁটেল মাটির বৈশিষ্ট্য :-
১.এটেল মাটিতে বালি অপেক্ষা পলি ও কাদার ভাগ বেশি।
২.এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি।
৩. এই মাটিতে ভালভাবে বায়ু চলাচল করতে পারেনা।
বেলে মাটি কাকে বলে? বৈশিষ্ট্য লেখ।
যে মাটিতে পলি ও কাদা অপেক্ষা বালির পরিমান বেশি থাকে তাকে বেলে মাটি বলে।
বেলে মাটির বৈশিষ্ট্য :-
১.বেলে মাটিতে বালির পরিমাণ বেশি।
২.এই মাটির জল ধারন ক্ষমতা কম।
৩.বেলে মাটিতে তরমুজ, চীনাবাদাম, মিষ্টি আলু ইত্যাদি ভাল জন্মায়।
দোআঁশ মাটি কাকে বলে? বৈশিষ্ট্য লেখ।
যে মাটিতে ৪০% বালি , ২০% কাদা ও ৪০% পলি যুক্ত থাকে তাকে দোআঁশ মাটি বলে।
দোআঁশ মাটি বৈশিষ্ট্য :-
১.দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদার পরিমান সমান থাকে।
২.এই মাটির জল ধারন ক্ষমতা মাঝারী।
৩.চাষের জন্য দোআঁশ মাটি উপযুক্ত। এই মাটিতে ধান, পাট, গম, আলু ইত্যাদি চাষ করা হয়।
উত্তর :- মাটির মধ্যে কণার আধিপত্যের আকারের উপর ভিত্তি করে মাটিকে ৫ ভাগে ভাগ করা হয়। যেমন - বালি, কাদামাটি, পলি, পিট, চক এবং দোআঁশ মাটি।