একনজরে পশ্চিমবঙ্গইংরেজিবিপরীত শব্দসন্ধি বিচ্ছেদ FaceBookকুইজ খেলুনবিজ্ঞাপন আমাদের অ্যাপ
কুইজে অংশগ্রহণ করে আপনার জ্ঞান বৃদ্ধি করুন।Play Now
শিক্ষক
শিক্ষক ৩১ জুলাই › #বাংলাদেশ #সাধারণ জ্ঞান

A to Z মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান - প্রশ্ন ও উত্তর | মেট্রোরেল অনুচ্ছেদ

আজ তোমাদের সাথে শেয়ার করব A to Z মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান - প্রশ্ন ও উত্তর। ২০২৩ ঢাকা মেট্রোরেল সম্পর্কে ১৫ টি বাক্য ও রচনা pdf download। মেট্রোরেল অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ (paragraph on metro rail)

প্রশ্ন :- ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়?
উত্তর :- ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে বলা হয় ম্যাস র‍্যাপিড ট্রানজিট।

প্রশ্ন :- মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী?
উত্তর :- মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম হলো কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম।

প্রশ্ন :- ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ কবে উদ্বোধন করা হয়?
উত্তর :- ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন ২০১৬ সালে।

প্রশ্ন :- প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল?
উত্তর :- প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য ছিল ২০ দশমিক ১০ কিলোমিটার (২০.১০ কিমি)।

প্রশ্ন :- ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত?
উত্তর :- ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য হলো ২১ দশমিক ২৬ কিলোমিটার (২১.২৬ কিমি)।

প্রশ্ন :- ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর :- ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

প্রশ্ন :- ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর :- ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম হলো দিল্লি মেট্রোরেল করপোরেশন (ভারত)।

প্রশ্ন :- প্রথমে মেট্রোরেলের স্টেশনসংখ্যা কত ছিল?
উত্তর :- মেট্রোরেলের স্টেশনসংখ্যা সংখ্যা প্রথমে ছিল ১৬টি।

প্রশ্ন :- বর্তমানে সংশোধিত প্রকল্পে মেট্রোরেলের স্টেশনসংখ্যা কত হবে?
উত্তর :- বর্তমানে সংশোধিত প্রকল্পে মেট্রোরেলের স্টেশনসংখ্যা হবে ১৭টি।

প্রশ্ন :- কবে মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয়?
উত্তর :- ১৯ জুলাই ২০২২ সালে মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয়।

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান - প্রশ্ন ও উত্তর

প্রশ্ন :- প্রথম মেট্রোরেল প্রকল্প অনুসারে মেট্রোরেল কোথায় ছিল?
উত্তর :- প্রথম মেট্রোরেল প্রকল্প অনুসারে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ছিল।

প্রশ্ন :- সংশোধিত প্রকল্প অনুসারে বর্তমান মেট্রোরেল কোথায় হবে?
উত্তর :- সংশোধিত প্রকল্প অনুসারে বর্তমান মেট্রোরেল উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত হবে।

প্রশ্ন :- মেট্রোরেল প্রকল্পে কত কিলোমিটার দৈর্ঘ্য বাড়ানো হয়েছে?
উত্তর :- মেট্রোরেল প্রকল্পে ১ দশমিক ১৬ কিলোমিটার দৈর্ঘ্য বাড়ানো হয়েছে।

প্রশ্ন :- মেট্রোরেল প্রকল্পে কোন প্রতিষ্ঠান অর্থায়ন করেছে?
উত্তর :- মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করেছে জাইকা (৭৫% - জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) এবং বাংলাদেশ সরকার।

প্রশ্ন :- মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা?
উত্তর :- মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি ৫৯ লাখ টাকা। (এমআরটি6 - ২০.১০ কিলোমিটার দীর্ঘ - উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত - জাইকা দেবে ১৬ হাজার ৫৯৪ কোটি ৪৮ লাখ টাকা)

প্রশ্ন :- সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের ব্যয় ধরা হয় কত টাকা?
উত্তর :- সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের ব্যয় ধরা হয় ৩৩ হাজার ৪৭১ দশমিক ৯৯ কোটি টাকা।

প্রশ্ন :- মেট্রোরেল প্রকল্পে জাইকা দেবে কত টাকা?
উত্তর :- মেট্রোরেল প্রকল্পে জাইকা দেবে ১৯ হাজার ৭১৮ দশমিক ৪৭ কোটি টাকা।

প্রশ্ন :- এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয় কবে?
উত্তর :- ১৮ ডিসেম্বর ২০১২ তারিখে এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয়।

প্রশ্ন :- প্রথম ধাপে মেট্রোরেলের কত কিলোমিটার ও কোন এলাকা চালু হবে?
উত্তর :- প্রথম ধাপে মেট্রোরেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার ও উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এলাকা চালু হবে।

প্রশ্ন :- মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?
উত্তর :- মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল ২৯ নভেম্বর ২০২১ তারিখে শুরু হয়।

প্রশ্ন :- মেট্রোরেলের প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে?
উত্তর :- মেট্রোরেলের প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১৮০ মিটার হবে।

প্রশ্ন :- আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?
উত্তর :- আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল ১২ ডিসেম্বর ২০২১ তারিখে শুরু হয়।

প্রশ্ন :- মেট্রোরেলের নির্মাণকাজ পরিচালনা করছে কোন কোন প্রতিষ্ঠান?
উত্তর :- মেট্রোরেলের নির্মাণকাজ পরিচালনা করছে থাইল্যান্ডের ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ও চায়নার সিনোহাইড্রো করপোরেশন।

প্রশ্ন :- মেট্রোরেলের ট্রেনগুলো আসবে কোন দেশ থেকে?
উত্তর :- মেট্রোরেলের ট্রেনগুলো আসবে জাপান থেকে৷

প্রশ্ন :- মেট্রোরেলের প্রতিটি ট্রেনে কয়টি করে বগি থাকবে?
উত্তর :- মেট্রোরেলের প্রতিটি ট্রেনে ৬টি করে বগি থাকবে।

প্রশ্ন :- মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে কত টাকা?
উত্তর :- মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রশ্ন :- মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া কত টাকা?
উত্তর :- মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

প্রশ্ন :- মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া কত টাকা?
উত্তর :- মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।

প্রশ্ন :- উত্তরা থেকে মতিঝিল যেতে কত সময় লাগবে ?
উত্তর :- উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে ৪০ মিনিট সময় লাগবে।

প্রশ্ন :- মেট্রোরেলের সর্বোচ্চ পরিকল্পিত গতি কত?
উত্তর : - মেট্রোরেলের সর্বোচ্চ পরিকল্পিত গতি ১০০ কিমি/ঘণ্টা।

প্রশ্ন :- মেট্রোরেলের স্টেশনগুলো কত তলাবিশিষ্ট হবে?
উত্তর :- মেট্রোরেলের স্টেশনগুলো তিনতলা তলাবিশিষ্ট হবে।

-: এক নজরে মেট্রোরেল প্রকল্প :-
প্রকল্পের নামমাস র্যাপিড ট্রানজিট (এমআরটি)লাইন-৬
নির্মাণ কাজ শুরু হয়২৬ জুন,২০১৬
প্রথম ব্যয় ২১ হাজার ৯৮৫ কোটি টাকা
বর্তমান ব্যয় ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা
পূর্বের দৈর্ঘ্য২০.১০ কিলোমিটার
বর্তমান দৈর্ঘ্য২১.২৬ কিলোমিটার
পূর্বের স্টেশন সংখ্যা১৬ টি
বর্তমান স্টেশন সংখ্যা১৭ টি
প্রতিটি পিলারের ব্যাস২ মিটার
প্রতিটি পিলারের উচ্চতা১৩ মিটার
প্রথম নারী চালকমরিয়ম আফিজা
মেট্রোরেল উদ্বোধন হয়২৮ ডিসেম্বর ২০২২
মেট্রোরেল উদ্বোধন করেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা (বাংলাদেশ)
সর্বনিম্ন ভাড়া২০ টাকা
সর্বোচ্চ ভাড়া১০০ টাকা
ট্রেনের সর্বোচ্চ গতি১০০কিমি/ঘন্টা

আরও পড়ুন
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান A to Z বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? এর কারণ, ফলাফল
ভগ্নাংশ কাকে বলে? কয় প্রকার ও কী কী? ধ্বনি কাকে বলে? কয় প্রকার ও কী কী?
শব্দ কাকে বলে? কত প্রকার ও কী কী? শব্দ দূষণ কাকে বলে? কারণ, প্রভাব ও নিয়ন্ত্রণের উপায়।
পরিবেশ বলতে কী বোঝ? পরিবেশের গুরুত্ব লেখ। ব্যবস্থাপনা কাকে বলে? বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং মূলনীতি গুলি আলোচনা কর।

শেয়ার
সেভ
শুনুন
2 টি উত্তর
Get AI answer for "A to Z মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান - প্রশ্ন ও উত্তর | মেট্রোরেল অনুচ্ছেদ"
  1. ঢাকা মেট্রোরেলের ডিজাইন কে করেন?

    ঢাকা মেট্রো ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) হল একটি নতুন মেট্রো রেল ব্যবস্থা যা ঢাকায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসি) দ্বারা তৈরি করা হচ্ছে।
    মন্তব্য
    শেয়ার
    শুনুন
  2. মেট্রোরেল বলতে কী বোঝায়?

    উত্তর:- মেট্রো পূর্ণরূপ মেট্রোপলিটন বা নগর। তাহলে, মেট্রো রেল বলতে বোঝায় শুধুমাত্র টাউন বা সিটির মধ্যেই যে সমস্ত ট্রেন যাতায়াত করে । যেমন, ভারতের মধ্যে প্রথমে 1984 সালের 24 শে অক্টোবর কোলকাতার মধ্যে মেট্রো রেল চালু হয়। প্রথমে ছিল দমদম থেকে এসপ্লানেড, তারপর তা টালিগঞ্জ পর্যন্ত এবং অবশেষে এখন নিউ গরিয়া পর্যন্ত যাতায়াত করে।
    মন্তব্য
    শেয়ার
    শুনুন
একটি উত্তর লিখুন
banner

লেখালেখি করে মাসে ৪ - ৫ হাজার টাকা ইনকাম করুন।

Ask 3schools এর ব্যবহারকারীদের সাথে আপনার জ্ঞান শেয়ার করুন এবং মাসে ₹৫০০০ পর্যন্ত আয় করার সুযোগ পান। কন্টেন্ট লিখতে চাইলে "কন্টেন্ট লিখুন" এবং প্রশ্ন ও উত্তর লিখতে চাইলে "প্রশ্ন ও উত্তর লিখুন" বাটনটি ক্লিক করে সমস্ত বিষয়গুলো জেনে নিতে পারেন।

কন্টেন্ট লিখুনপ্রশ্ন ও উত্তর লিখুন
back
View All
ask 3schools
কুইজ
প্রশ্ন করুন